বিকেল ৫টায় কুতুবজোম কালামিয়া বাজারে "বিট পুলিশিং বাড়ি বাড়ি -নিরাপদ সমাজ গড়ি' স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বে করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শেখ কামাল, প্রধান অতিথি ছিলেন মহেশখালী থানায় নবনিযুক্ত অফিসার ইন-চার্জ প্রনব কুমার চৌধুরী, পুলিশের পক্ষে আরো উপস্থিত ছিলেন কুতুবজুমের দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা এসআই আল আমিন সরকার, এসআই মোহাম্মদ জাহেদ। তাছাড়া ইউনিয়ন পরিষদের সকল সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কুতুবজুম ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি-সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় নবাগত ওসি -এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভায় -'আপনার পুলিশ আপনার পাশে' উল্লেখ করে সবাইকে পুলিশি সেবা নেওয়ারও আহ্বান জানানো হয়। সভায় যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য উপস্থিত সকলের কাছে থানা পুলিশের কর্মকর্তাদের ফোন নম্বর সরবরাহ করা হয়।