Advertisement


৩০ জনের মতো লোককে আসামি করে থানায় মামলা নিয়ে এসেছে নিহতের ছেলে


ডেস্ক রিপোর্ট।।
কুতুবজোমে শিক্ষক খুনের ঘটনায় ৩০ জনের মতো ব্যক্তিকে আসামি করে মহেশখালী থানায় মামলা এসেছে। নিহত শিক্ষকের সন্তান তৌহিদুর রহমান বাদি হয়ে থানায় এ মামলাটি আনা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও (বেলা ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত) থানায় মামলাটি ফর্মাল রেকর্ড হয়নি বলে জানা গেছে। বাদি মামলার এজাহারে কিছু পরিবর্তনের কাজ করছেন বলে জানা যাচ্ছে। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে- মামলায় মোট ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের অজ্ঞাত দেখানো হয়েছে।