Advertisement


মহেশখালীর শাপলাপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত


এম. বশির উল্লাহ।। মহেশখালী উপজেলার শাপলাপুরে ৮ নাম্বার ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে এক যুবক। আহত যুবকের নাম শহীদুল(৩৪), সে শাপলাপুর মুরুংঘোনা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মুরুংঘোনা এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন- একটি পানের বরজের পহর বেঁচাবিক্রি নিয়ে একই এলাকার মৃত ছকির আহমদের ছেলে রুমান এবং তার ভাই রোকন,জয়নাল,মোক্তারসহ একদল অবৈধ অস্ত্রধারী পরস্পর যোগসাজেসে অর্তকীত হামলা চালিয়ে শহীদুলকে গুরুতর আহত করে। আহতের শোরচিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় শহীদুলের মাথায়, কপালে, হাতে এবং শরীরের বিভিন্ন অংশে কাটা জখম হয়। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত শহীদুলকে বর্তমানে মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।