মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান- রাত ১১টার দিকে শাপলাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুস সালাম ফোন করে মহেশখালী থানায় তথ্য দেন যে- শাপলাপুরে ইয়াবাসহ দুইজন ব্যক্তিকে জনতা জেএমঘাট পুরাতন বাজার এলাকায় জনৈক নুরুল আবসারের চায়ের দোকানের সামনে আটক করে রেখেছে। এ সংবাদের ভিত্তিতে এসআই ইমরানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন আটককৃত ব্যক্তিরা হলের রুবেল মিয়া (২২) পিতা- দুদুমিয়া, পশ্চিমপাড়া শাপলাপুর ৫ নং ওয়ার্ড ও মোহাম্মদ তারেক (২০) পিতা মৃত সোনা মিয়া, নয়াপাড়া জেএমঘাট ২ নং ওয়ার্ড। তারা পরস্পর যোগসাজসে ৫৭২পিস ইয়াবা নিয়ে বিক্রি করার জন্য আসে। এ সময় স্থানীয় মেম্বারসহ জনগণ তাদেরকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।