Advertisement


শাপলাপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে দিলো জনতা


নিউজরুম।। মহেশখালীর শাপলাপুর এলাকায় রাতে ইয়াবাসহ দুই যুবককে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান- রাত ১১টার দিকে শাপলাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুস সালাম ফোন করে মহেশখালী থানায় তথ্য দেন যে- শাপলাপুরে ইয়াবাসহ দুইজন ব্যক্তিকে জনতা জেএমঘাট পুরাতন বাজার এলাকায় জনৈক নুরুল আবসারের চায়ের দোকানের সামনে আটক করে রেখেছে। এ সংবাদের ভিত্তিতে এসআই ইমরানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন আটককৃত ব্যক্তিরা হলের রুবেল মিয়া (২২) পিতা- দুদুমিয়া, পশ্চিমপাড়া শাপলাপুর ৫ নং ওয়ার্ড ও মোহাম্মদ তারেক (২০) পিতা মৃত সোনা মিয়া, নয়াপাড়া জেএমঘাট ২ নং ওয়ার্ড। তারা পরস্পর যোগসাজসে ৫৭২পিস ইয়াবা নিয়ে বিক্রি করার জন্য আসে। এ সময় স্থানীয় মেম্বারসহ জনগণ তাদেরকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।