এইচএম করিম।। মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া নামক স্থানে ডাম্প ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টার দকে মহেশখালী-চকরিয়া সড়কের ছনখোলাপাড়া ব্রিজ থেকে একটি ডাম্প ট্রাক নামার সময় অপর একটি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) এর সাথে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর ধাক্কায় পথচারী মোহাম্মদ মজিবুল হক(৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে অন্য পথচারীরা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে- অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আলহাজ্ব মুজিবুল হক হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া এলাকার মৃত মৌলানা শফিকুর রহমানের পুত্র। নিহতের ছেলে মোস্তফা কামাল জানান- সকালে পাড়ার চায়ের দোকান থেকে নাস্তা খেয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
মহেশখালী থানার পরিদর্শক(তদন্ত) মীর আবদুর রাজ্জাক জানান- মরদেহের সুরতহালের পর স্বজনদের অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।