সুব্রত আপন।। মহেশখালীতে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এই যুবকের মৃত্যু নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে- নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২০)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মোহাম্মদ নবীর সন্তান।
মোহাম্মদ আমিনের প্রতিবেশী সৈয়দ হোসেন ও মোহাম্মদ ইউনুছ জানান- তারা উখিয়া উপজেলার কুতুপালং এর স্থায়ি বাসিন্দা। এখানে মোস্তাফা আনোয়ার এর কনস্ট্রাকশনের কাজে তারা শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলে। প্রতিদিনের মতো তারা কাজ শেষে সন্ধ্যার আগে পার্শ্ববর্তী পুকুর থেকে মুখ-হাত ধুয়ে থাকার জায়গায় ফেরে। সোমবার জাগিরাঘোনাস্থ হাজী এজাহার মিয়া জামে মসজিদ এর পুকুর নামে পরিচিত এই পুকুরে মোহাম্মদ আমিন হয়তো কনস্ট্রাকশন কাজ শেষে গোসল করতে নামে। পরে সন্ধ্যা ছয়টার দিকে এলাকার লোকজন পুকুরে গোসল করতে গেলে তার লাশ ভাসতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মোহাম্মদ আমিনকে নিথর অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে বলে জানান তারা। তারা জাগিরা ঘোনায় একটি সড়ক সংস্কারের কাজের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
মহেশখালী হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার- হোসনে আরা খানম রিফা জানান- সৈয়দ হোসেন নামের এক ব্যক্তি ভাই পরিচয় দিয়ে মোহাম্মদ আমিনকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৬টা ৪০মিনিটে এ ইসিজি করানো হয়। মূলতঃ হাসপাতলে তাকে মৃত অবস্থায় আনা হয়। ইসিজি পরবর্তী জানা গেছে- তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।- জানান- কর্তব্যরত এ চিকিৎসক।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি, অভিযোগও দেয়নি কেউই।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যুবকের মরদেহ উখিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।