আমিনুল হক।। মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের পশ্চিমে খতিয়ানের সীটে থাকা ছড়া বন্ধ করে দিয়ে অন্যদিকে চালিয়ে দেওয়ার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, হোয়ানকের টাইম বাজারের উত্তর ব্রিজ হয়ে পশ্চিম দিকে যাওয়া ছড়াটি সরকারের খতিয়ানের সীটে লিপিবদ্ধ রয়েছে। এই ছড়াটি বর্ষাকালে উপরের পানি নিচে যাওয়ার একটি মাধ্যম। যুগযুগ ধরে এ ছড়াটি খতিয়ানের সীট মোতাবেক কার্যকর ভূমিকা রেখে আসছিল। ইতোমধ্যে এলাকার সুবিধাবাদী একটি সার্থান্বেষী মহল খতিয়ানের সীটের ছড়াটি বন্ধ করে দিয়ে অন্য লোকের চাষাবাদের জমিনের উপর চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে অভিযোগকারী এবং জমির মালিকদের পক্ষে মোহাম্মদ জকির আলম (সাবেক মেম্বার), সাগর তালুকদার, ছৈয়দ নুর আলম, কামাল পাশা, মাস্টার সিরাজ, আলাউদ্দিন ও তাদের ওয়ারিশগন আজ ৪ জানুয়ারী (বুধবার) দুপুরে তাদের চাষাবাদের জমিনে গিয়ে মানববন্ধন করেছেন। এসময় তারা অভিযোগ করে বলেন, এলাকার সুবিধাবাদী, সার্থান্বেষী, অন্যের জমিন ধ্বংসকারী আব্দু শুক্কুর, মোঃ ফোরকান, শামসুল আলম গংরা সরকার বাহাদুরের খতিয়ানের সীটের ছড়া বন্ধ করে দিয়ে ছড়াটি আমাদের চাষাবাদের জমিনের উপর দিয়ে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যুগযুগ ধরে খতিয়ানে লিপিবদ্ধ এ সীটের ছড়া দিয়ে পানি চলে যেতো। এখন যদি এই সীটের ছড়া বন্ধ করে দিয়ে আমাদের চাষাবাদের জমিনের উপর দিয়ে দেয় তাহলে আমাদের আমন এবং বোরো মওসুমে লক্ষ লক্ষ টাকার চাষাবাদ নষ্ট হয়ে যাবে। এব্যাপারে জমির মালিক ও ওয়ারিশগন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শামীম ও
থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী'র আশু হস্তক্ষেপ কামনা করেন। অভিযুক্ত ব্যাক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। হোয়ানকের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা হলে তারা জানান, সরকারী খতিয়ানের সীট মোতাবেক ছড়ার পানি চলাচল করা বাঞ্ছনীয়।