কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজীবের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইয়াছিন, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এফ শামিম, মহেশখালী থানার পরিদর্শক -তদন্ত আব্দুর রাজ্জাক মীর, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট নুরুল আলম, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী প্রমূখ।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়ার প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, বক্তব্য রাখেন দৈনিক আজাদীর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, মহেশখালীর সব খবর এর সম্পাদক মাহবুব রোকন, দৈনিক ইত্তেফাকের মহেশখালী প্রতিনিধি ও সব সময় ডট নিউজের সম্পাদক সাংবাদিক আবুল বশর পারভেজ, উপকূলীয় সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক রমজান আলী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিফতাহুল করিম বাবু, উপজেলা শ্রমিক লীগ নেতা রিপন উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল, মাওলানা ফোরকান আহমদ (সদস্য সচিব হোয়ানক ইউনিয়ন বিএনপি), সাংবাদিক, পেশাজীবি ও রাজনৈতিক নেতৃত্ব।