Advertisement


টেকসই বনাঞ্চল গড়ে উঠলে গ্রামীন জনগোষ্ঠীর জীবিকার মান উন্নয়ন হবে -ড. মোহাম্মদ জহিরুল হক


রকিয়ত উল্লাহ।। চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওয়াতাধীন মহেশখালী রেঞ্জের  দ্রুত বর্ধন শীল বাগান পরিদর্শনে আসলেন টেকসই বন ও জীবিকার সুফল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হক। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলি।  

৫ জুলাই (বুধবার) সকাল ১১ টায় মুদিরছড়া বিটে ২০২২-২৩ আর্থিক সালে সৃজিত ১৫০.০ হেক্টর দ্রুত বর্ধন শীল বাগান পরিদর্শন করেন এছাড়াও দিনেশপুর বিট ও শাপলাপুর বিটে সিডিএফ এর গভীর নলকূপ স্থাপনের কাজ পরিদর্শন করেন।

পর মহেশখালীতে দ্রুত বর্ধন শীল বাগানের পরিদর্শনে এসে টেকসই  বন ও জীবিকার সুফল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হক সন্তোষ প্রকাশ করে মহেশখালী পাহাড় দ্রুত সময়ে সবুজে সমারোহ হয়ে টেকসই  বন অঞ্চল গড়ে উঠবে এবং পাহাড়ী জনগোষ্টীর জীবিকার উন্নয়ন হবে বলে মন্তব্য করেন বলে জানা গেছে।  

এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক-শেখ আবুল কালাম আজাদ,মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলিসহ মুদিরছড়া, দিনেশপুর, শাপলাপুর বিট কর্মকর্তাসহ কর্মচারীগণ।