Advertisement


মহেশখালীতে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আমিনুল হক।। পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি স্মরনে মহেশখালীতে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর  শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব  উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী  উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে গতকাল ২৫ আগস্ট বিকাল ৩ টায় পৌরসভার গোরকঘাটাস্থ  শ্রী শ্রী করুণাময়ী কেন্দ্রীয় কালী মন্দির মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী  উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি আশিষ চন্দ্র দে। 

সাধারণ সম্পাদক রাজু মোহন দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল ঘোষ ও  সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রণব কুমার দে, প্রিয়তোষ দে, কমল কৃষ্ণ ঘোষ, লক্ষীচরণ দে, সাবেক কাউন্সিলর সনজিত  চক্রবর্তী ও কানু রাম দে।  এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রী শ্রী অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ বলরাম পাড়া শাখার পক্ষে  রামজয় দে, গোরকঘাটা  হিন্দু পাড়া শাখার সভাপতি  রুপন কান্তি দে, চরপাড়া বিজয় রাম  সর্দার পাড়া শাখার  সাধারণ সম্পাদক তাপস কান্তি দে, আদিনাথ ঠাকুরতলা শাখার সাধারণ সম্পাদক নীল কান্ত দে,  শ্রী আদিনাথ  নাম হট্ট সংঘের  ( ইসকন)  সাধারণ সম্পাদক বাসু রাম দে ( প্রভু),  শ্রী শ্রী হিন্দু ছাত্র জোট মহেশখালী শাখার পক্ষে  তন্ময় সুশীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহেশখালী পৌরসভা শাখার  সভাপতি ঝুলন দাশ,  নবজাগরণ ক্লাব জলদাশ  পাড়ার পক্ষে  সনজিত দাশ,  মহেশখালী ডিগ্রী কলেজ শাখার সভাপতি শিপন ঘোষ, শ্রী লোকনাথ কিশোর সংঘের সাধারণ সম্পাদক নিপ্পন পাল,  শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ হোয়ানক পুঁইছড়া শাখার  সভাপতি সুজন কান্তি দে,  শ্রী শ্রী অদ্বৈত- অচ্যুত মিশন বাংলাদেশ হোয়ানক  শাখার  সভাপতি নিপেন্দ্র দে প্রমূখ । 

সিদ্ধান্তক্রমে উক্ত সভায় ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের পুজা, বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনা ও প্রার্থনা, ভোগারতি, মাঙ্গলিক মহা শোভাযাত্রা, প্রদর্শনী, আলোচনা সভা, শ্রীকৃষ্ণের পালা কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ৷ সভায় বক্তারা আরও বলেন, আগামী ৬ সেপ্টেম্বর বিকাল ২ টায় মহেশখালী বাবুর দীঘির পূর্ব পাড় হতে মহা শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদিনাথ মন্দির প্রাঙ্গনে শেষ হবে। সন্ধ্যা ৫ টায় আদিনাথ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও উক্ত দিন সকাল ৯ টায় হোয়ানকে মহা শোভাযাত্রা এবং রাত্রে প্রতিটি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করতে মহেশখালী উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন মহেশখালী উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।