১৫ অক্টোবর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মোঃশাহজাহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুল করিমের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকল ইউনিটের সভাপতি/সম্পাদক এবং নেতা,কর্মীদের সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে মহেশখালী উপজেলা যুবলীগ অঙ্গীকারবদ্ধ বলে জানান তারা। মহেশখালীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সর্বদা মাঠে কাজ করে যাবেন বলেও জানান। ত্যাগী পরিশ্রমী নেতাকর্মীদের নিয়ে মহেশখালী উপজেলা যুবলীগ হবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের যুবলীগ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মুরাদ, সাংগঠনিক সম্পাদক মিফতাহুল করিম বাবু, সাংগঠনিক সম্পাদক এম নূর উদ্দিন মাসুদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ধলঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুল, মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কুদ্দুস আল মাহমুদ, ছোট মহেশখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেফায়েত উল্লাহ, শাপলাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদুল ইসলাম, কুতুবজুম ইউনিয়ে সভাপতি গোলাম কিবরিয়া, মহেশখালী পৌরসভা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ছানি চক্রবর্তী, কালারমার ছড়া যুবলীগ সভাপতি হাসান আরিফ, হোয়ানক ইউনিয়ন সভাপতি খোরশেদ আলম ও বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান মিন্টু।
এছাড়াও আরো আরো বক্তব্য রাখেন সাবেক সদস্য আজিজুল হাসান রনি কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিমউল্লাহ হাসান মুন্না, যুবলীগ নেতা মোঃ শাহজান.আব্দুস সালাম, মোঃজাকারিয়া প্রমুখ।