Advertisement


মহেশখালীতে কাল তারুণ্য'৭১ এর শিশু-কিশোর প্রতিযোগিতা


বিশেষ সংবাদদাতা।।
মহেশখালীর স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য'৭১ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে শিশু-কিশোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি (বুধবার) কালারমার ছড়ার উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন, কবিতা পাঠ, বক্তব্য, কুইজ প্রশ্নোত্তর, রচনা লেখাসহ নানা ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় শুরু হবে প্রতিযোগিতার সকল কার্যক্রম, এতে অংশ নিবেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

'সুন্দরের সাথে নিঃশঙ্ক চিত্ত...' এই বাণী ধারণ করে দীর্ঘ ৫ বছর ধরে নানা স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে তারুণ্য'৭১ এর সেচ্ছাসেবকগণ।

এই সংগঠনের একজন সমন্বয়ক জানান- পৃথিবীর সব সুন্দর কাজের সাথে রয়েছে তারুণ্য'৭১। শিশুরা পৃথিবীর ফুল, তাদের কৈশোর মেধায় মাতৃভাষার গুরুত্ব এবং প্রতিযোগিতা কোনো ভয়ের বিষয় নয়, প্রতিযোগিতা হবে উৎসব মতো। এই ধারণাটুকু শিশুদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।

এই আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন মহেশখালীর সব খবর।