Advertisement


শাপলাপুরের ইউসুফ আলীর বিরুদ্ধে পুলিশের আরও মামলা


সব খবর ডেস্ক।।
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকা থেকে একটি অবৈধ বন্দুকসহ  ইউসুফ আলী নামের ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে পূ্বেক একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার হওয়া ইউসুফ আলী উপজেলার শাপলাপুর ইউনিয়ের দিনেশপুর এলাকার মৃত ওমর আলীর সন্তান।

পুলিশ জানিয়েছে- মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট শাপলাপুরের দিনেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে দেশিয় তৈরি একটি অবৈধ লাইটারগানসহ গ্রেফতার করতে সক্ষম হন।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন- গ্রেফতার হওয়া ইউসুফ আলী পূর্ব থেকে বি়ভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, খুন, খুনসহ ডাকাতি এবং সরকারি কাজে বাঁধা দিয়ে পুলিশের উপর হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে অবৈধ বন্দুকসহ গ্রেফতারের পর পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ আলী তার অপরাধ কর্মকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।