Advertisement


রাতে কালারমার ছাড়ার চালিয়াতলীতে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক।।
রাতে মহেশখালী উপজেলার কালারমার ছড়ার উত্তর নলবিলার চালিয়াতলীতে ১১ হাজার ভোল্টের গ্রেট ওয়ান এইচটি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রুপন দাস নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।  আজ ১৩ মে সোমবার রাত  ৯ টার দিকে এঘটনা ঘটে। মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে প্রাথমিক ভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়- বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১০৫ খুঁটিতে সাট ডাউন জনিত ক্লিয়ারেন্সের ত্রুটি ঘটায় ওই খুঁটিতে টেকনিক্যাল উন্নয়নের কাজ করতে উঠেন লাইনম্যান রুপন দাশ। এ সময় লাইনের উন্নয়ন কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে তার পুরু শরীর বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে- পল্লী বিদ্যুতের চকরিয়া সাব জোনাল অফিসের ইলিশিয়া অভিযোগ কেন্দ্রের আওতায় রুপন দাস লাইনম্যান গ্রেট ওয়ান এইটি লাইনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত লাইনম্যানের পারিবারের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে- মহেশখালীর ছালিয়াতলীতে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকা অবস্থায় কাজ করতে ওঠেন এই ল্যাইনম্যান। এ সময় হঠাৎ গ্রীড় থেকে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলে রুপন দাস নামের এই লাইনম্যানের মৃত্যু হয়।