মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের নতুন সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দু শুক্কুর সিআইপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আবুল বশর পারভেজ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি সৈয়দ মোজতবা আলী, সাবেক সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান, যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি শাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহ বিএ, অর্থ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মকসুদুর রহমান, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া মহেশখালী প্রতিনিধি ও কউক সদস্য রকিয়ত উল্লাহ, এম বশির উল্লাহ, দৈনিক আজাদীর প্রতিনিধি কাব্য সৌরভ, নুরুল করিম, সুমদ চন্দ্র দে, মহি উদ্দীনসহ স্থানীয় তরুণ সাংবাদিকরা।
বক্তারা বলেন, কক্সবাজারের ব্যবসা ও শিল্পখাতের বিকাশে চেম্বার অব কমার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্বে আলহাজ্ব আব্দু শুক্কুর সিআইপির নেতৃত্ব জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনার জবাবে আব্দু শুক্কুর সিআইপি বলেন, কক্সবাজারের সামগ্রিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ, গণমাধ্যম ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি মহেশখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের পেশাদারিত্ব ও সামাজিক দায়িত্ববোধের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দু শুক্কুর সিআইপি মহেশখালী প্রেস ক্লাবের একজন দাতা সদস্য হিসেবেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
