Advertisement


বড় মহেশখালীর ১১ ইউপি সদস্যের শপথগ্রহণ

নানা জল্পনা কল্পনা শেষে আলোচিত বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য শপথগ্রহণ করেছেন। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম। জেলা প্রশাসন সূত্র জানায়, গত ২২ মার্চ মহেশখালী উপজেলা ৬ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বড় মহেশখালীর একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ইতোমধ্যে স্থগিত কেন্দ্রটি বাদে এই ইউনিয়ন পরিষদের অন্য ৮ টি সাধারণ সদস্য আসন ও সংরক্ষিত ৩ নারী সদস্য আসনের নির্বাচিত গেজেট প্রকাশ করে সরকার। এই গেজেটের প্রেক্ষিতে গতকাল নির্বাচিত ১১ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতে শপথগ্রহণ সম্পন্ন হয়। এদিকে ইউনিয়নটির মগরিয়াকাটা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকার কারণে এখানে চেয়ারম্যান পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। জানাগেছে খুব শিগ্রই এই একটি স্থহিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩১ অক্টোবর এই কেন্দ্রে পুণ:ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করলেও আদালতের একটি নির্দেশনার প্রেক্ষিতে নির্বচন কমিশন ভোটগ্রহণের আগের দিন সন্ধ্যায় ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে পত্র জারি করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা শেষ হলে এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে দায়িত্বশীল সূত্রে আভাস পাওয়াগেছে।

এদিকে শপথগ্রহণ শেষে নবনির্বাচিতরা বিকেলে মিছিলসহকারে বড় মহেশখালী পৌঁছালে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। শপথগ্রহণ শেষে জেলা প্রশাসক আলী হোসেন তার বক্তব্যে বলেন একটি এলাকার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা হল একটি এলাকার উন্নয়নের প্রাণ। জনগণের ভোটে নির্বাচিতদের ঠেকিয়ে রাখার প্রচেষ্টা ভাল গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এমনটি হলে এলাকার উন্নয়ন ব্যহত হয়।