Advertisement


মহেশখালীর সন্তান এড. মু. আবসার কামালের মাদার তেরেসাঁ স্মৃতি পদক লাভ

গত ১৩ই জানুয়ারি ২০১৭ খ্রিষ্টাব্দে ফজলুল হক স্মৃতি অডিটোরিয়াম (মান্না হল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ,আইন শাসনের প্রতিষ্ঠাতা , মানবাধিকার আন্দোলনের রূপকার- সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে “তাঁর কর্মময় জীবন’’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার জেলার সফল আইনজীবী হিসেবে কক্সবাজার জেলা বারের এডভোকেট মুহাম্মদ আবসার কামালকে আইন পেশার বিশেষ অবদানের গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ নোবেল বিজয়ী মাদার তেরেসাঁ স্মৃতি পদক-২০১৬ এবং প্রশংসাপত্র প্রদানের মাধ্যমে অভূত পূর্ব সম্মাননায় ভূষিত করেন। এ সম্মাননা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সাবেক পরিচালক ড.এসএম ইউনুছ,প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি জনাব আবদুস সালাম মামুন, প্রধান বক্তা  হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুব মোর্শেদ এর  সুযোগ্য সন্তান সাবেক তথ্য সচিব জনাব সৈয়দ মারগুব মোর্শেদ।

ছবিতে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি জনাব আবদুস সালাম মামুন  এর নিকট থেকে মাদার তেরেসাঁ স্মৃতি পদক ২০১৬ গ্রহণ করছেন  কক্সবাজার জেলা বারের এডভোকেট মুহাম্মদ আবসার কামাল