Advertisement


মহাসমারোহে চলছে আদিনাথ মেলা

 



আদিনাথ ঘুরে আসে 🔴 মহেশখালীর আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পুজার মূল পর্ব শিব দর্শন  ২৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় শেষ হয়েছে। গতকালও সকাল থেকে দেশ বিদেশের হাজার হাজার পুজারীরা শিব দর্শন করেন। তবে মূল পর্বের পরেও ৩ দিন পুজা ও দর্শন উৎসব চলে।  তবে মেলা চলবে ১০ দিন।

আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রনব কুমার দে, জানান প্রতি বছররের ন্যায় এ বছরও শিব চর্তুদর্শী পুজা ও মেলা উপলক্ষে বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান,মালদ্বীপ ও শ্রীলংকা থেকে প্রায় ৮০ থেকে ৯০ হাজারের মত পুজারী ও ভক্তবৃন্দ দর্শন লাভ করেন। আগামী ১০ দিন পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আদিনাথ মেলা পরিদর্শন করেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, ককস বাজারের সহকারী পুলিশ সুপার বাবুল কান্তি বণিক,বান্দরবানের পুলিশ সুপার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদিনাথ মন্দির সংস্কার কমিটির সহসভাপতি দীলিপ দাশ, কোষাধ্যক্ষ যীশু চৌং, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রনজিত দাশ,সুব্রত দত্ত,স্বচ্ছাসেবক প্রধান বাশী রাম দে, সহ মেলা সুপার তপন দে, তুষার কান্তি দে, বসন্ত দে,শশাংক মোহন দে, ব্রজ গোপাল দে, মনোরঞ্জন দে, নারায়ন মেম্বার,চিত্ত রঞ্জন মেম্বার প্রমুখ।

এছাড়া পুজা চলাকালীন সার্বক্ষনিক ভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার (ভূমি) বিভিষন কান্তি দাশ,মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ। মেলা সুপারভাইজিং কমিটি জানান,১শ জন স্বেচ্ছাসেবক,১৫ জন আনসার,৪০ জন চৌকিদার ও ২০ জন পুলিশের সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।