Advertisement


মহেশখালীতে আনসার সদস্য কর্তৃক কর্মকর্তাকে লাঞ্চনা, দলনেত্রী কর্তৃক থানায় অভিযোগ



নিজস্ব প্রতিনিধি ।।

মহেশখালীতে প্লাটুনভুক্ত এক আনসার কর্তৃক উপজেলা আনসার ও ভিডিপি অফিসের ইউআইকে চরম লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আনসার ভিডিপির এক দলনেত্রী পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করেছেন। অপরদিকে আলাদা পত্র জারি করে এ আনসারকে আনসার ও ভিডিপি সম্পর্কিত  কোনো ধরণের সরকারি কার্যক্রমে ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছে উপজেলা আনসার ও ভিডিপি অফিস।

প্রতিকার চেয়ে মহেশখালী থানায় অভিযোগটি দায়ের করেছেন দলনেত্রী রোমানা ইয়াছমিন। এ অভিযোগ সূত্রে জানাগেছে -গত ২০ অক্টোবর দুপুরের দিকে প্লাটুন আনসার মোঃ সোহেল উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে ঢুকেন। এ সময় এ কার্যালয়ের ইউআই তাইফুর রহমান আরিফ রাহমানকে নানা ভাবে গালিগালাজ করে হুমকী দিতে থাকেন -সোহেল। এক পর্যায়ে তাকে আক্রমন করে লাঞ্চিত করা হয়। এ সময় তাকে নিবৃত করতে চাইলে এক দলনেতার গলা চেপে ধরা হয় এবং রোমানা ইয়াছমিনসহ অন্য দলনেতাদেরকেও হুমকী দিতে থাকেন। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরিদুল আলমকেও হুমকী দেয় এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ কার্যালয়ের বিরুদ্ধে লেখালেখি করবে বলে শাসিয়ে দিয়ে চলে যায়। পরে এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সরকারি অফিসের বিরুদ্ধে নানা মিথ্যা প্রচারণা অব্যহত রাখে এবং সোহেল বিভিন্ন স্থানে নিজকে আনসার কমান্ডার হিসেবে মিথ্যা পরিচয় দেয় বলেও লিখিত অভিযোগে বলা হয়। এ নিয়ে বড় ধরণের দুর্ঘটনার আশংকা ও বাহিনীর সম্মান রক্ষার স্বার্থে রোমানা ইয়াসমিন থানায় এ অভিযোগটি করছেন বলে জানান। এদিকে গত ২৩ অক্টোবর মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরিদুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ আনসার সদস্যকে আনসার ও ভিডিপি সম্পর্কিত  কোনো ধরণের সরকারি কার্যক্রমে ব্যবহার না করার জন্য আহ্বান জানানো হয়। পত্রটি মহেশখালী থানাকে দেওয়া হলেও কক্সবাজারের পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়। এ ব্যপারে বক্তব্য নিতে বার বার যোগাযোগ করেও মোঃ সেহেলে সাথে কথা বলা সম্ভব হয়নি।