Advertisement


অল্পের জন্য বেঁচে গেল বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী।


মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারী প্র‍াথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের প্যালেস্তোরা খসে পড়ে আহত হয়েছে স্কুলটির দু’জন ছাত্রী। আজ দুপুরে বাংলা পরীক্ষা চলছিল। শ্রেণী কক্ষের ভেতরে পরীক্ষার খাতায় উত্তর লিখার কাজে ব্যস্ত ছিল চতুর্থ শ্রেণীর ছাত্রী মহিমা আক্তার ও সানজিদা। এসময় কক্ষের ছাদ থেকে প্ল্যাসটারের একটি বড় খণ্ড নিচে খসে পড়ে। খসে পড়া এই খণ্ডের আঘাতে আহত হয় এই দুই ছাত্রী। এতে অল্পের জন্য বেঁচে যায় শ্রেণী কক্ষে থাকা শিশু শিক্ষার্থীরা। খসে পড়া অংশটি মাথায় আঘাত করলে খারাপ কোন সংবাদ বয়ে আনিতে পারত। অভিযোগ উঠেছে বেশ কয়েকদিন ধরে ছাদে এমন ফাটল সৃষ্টি হলেও স্কুলটির কর্তৃপক্ষ সেদিকে কোন গুরুত্বই দেননি। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
এদিকে কুতুবজোম থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন ভবনের কাজে অনিয়ম-দুর্নীতি হওয়ায় এমন ঘটনার সূত্রপাত হয়েছে বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষক আব্দু শুক্কুর। তিনি ভবনের ওই অংশটি জরাজীর্ণ ছিল বলেও তথ্য দিয়েছেন।