Advertisement


সাংবাদিকদের সাথে মহেশখালী সমিতি-ঢাকা’র মতবিনিময় সভা

যা কিছু সুন্দর ও মঙ্গলময় তার সাথে রয়েছে ঢাকায় থাকা মহেশখালীবাসী

মহেশখালীতে মতবিনিময় সভায় মূল বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ঢাকা মহানগর যুগ্ম-দায়রা জজ এরফান উল্লাহ।
মহেশখালী সমিতি-ঢাকা’র কর্মকর্তারা মহেশখালীতে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় বলেছেন মহেশখালীর জন্য যা কিছু সুন্দর ও মঙ্গলজনক তার সাথে রয়েছি আমরা। আগামী ১৫ সেপ্টেম্বর বড় মহেশখালীর বঙ্গবন্ধু মহিলা কলেজ মিলনায়তনে এক ফ্রি চিকিৎসা ক্যাম্পের একটি বড় আয়োজন করা হয়েছে বলে মতবিনিময় সভায় তথ্য দেওয়া হয়। এতে বিপুল লোককে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি অন্তত: ৭’শ লোককে ফ্রি ঔষধ দেওয়া হবে। মহেশখালীর জন্য এমন আয়োজন এই প্রথম। 

১১ সেপ্টেম্বর বিকেল ৩ টায় মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে সমিতির সভাপতি প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা.সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ঢাকা মহানগর যুগ্ম-দায়রা জজ এরফান উল্লাহ, বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইদুর রহমান মজুমদার, আবু সুফিয়ান, জাবেদ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহে এমরানুল ইসলাম, ছৈয়দুল করিম, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি জাহেদ সরওয়ার, দপ্তর সম্পাদক মো.নুরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক এড.জসিম উদ্দিন, সদস্য মো.আালী, সাজ্জাদ হেলাল উদ্দিন। এসময় বক্তারা বলেন মহেশখালী দ্বীপে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উত্তরাধিকার রয়েছে, নানা দুর্যোগ মুকাবিলা করে এখানকার মানুষ নতুন ভাবে আশায় বুক বাঁধে। এই রয়েছে অমিত সম্ভাবনা। মহেশখালীতে আমরা যারা নানা পেশায় নানা কাজে ঢাকায় বসবাস করি, তাদের স্বপ্ন মহেশখালীকে আরো এগিয়ে নেয়া। নানান ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ সহয়াতাপ্রবণ। ঢাকায় বসবাস করা মহেশখালীবাসীদের মধ্যে একটি সৌহার্দ্য প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষে সম্পূর্ণ অরাজনৈতিক চেতনা থেকে আমরা গড়ে তুলেছি মহেশখালী সমিতি। ইতোপূর্বে এই সমিতি রক্তদান, চিকিৎসা সহযোগিতা, গরীব মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা, বার্ষিক মিলন মেলা, ইফতার পার্টি, পিকনিক ও ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছি। সামাজিক দায়বদ্ধতা থেকে এসব কাজের অংশ হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর এই সমিতির উদ্যোগে মহেশখালীতে বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু মহিলা কলেজে এই ক্যাম্পে অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। এতে অন্তত: এক হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হবে। ক্যাম্পে দেশের খ্যাতিমান চিকিৎসক ডাক্তর ফয়েজ ও ডাক্তর রিদোয়ানসহ বিশ জনের অধিক নাম করা ডাক্তার চিকিৎসা সেবা কাজে অংশ নিবেন। মতবিনিময় সভায় মহেশখালীর সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।