Advertisement


মুক্তি কক্সবাজারের এর উদ্যোগে মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আয়োজন সম্পন্ন



আনম হাসান।।

বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এর মহেশখালী শাখার উদ্যেগে গতকাল ১অক্টোবর বড় মহেশখালী ইউনিয়নের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভিত্তিক নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে সকাল দশ টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণ দিবসের র‌্যালী শুভ উদ্বোধন করেন। র‌্যালিটি মহেশখালীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

পরে এ নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সমাপ্তি হয়। ‘মুক্তি কক্সবাজার’ এর মহেশখালীর শাখা ব্যবস্থাপক সাগর শর্মার সঞ্চালনায় ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর ইউনিয়ন সভাপতি এম আকতার কামালের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন বড় মহেশখালীর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল।

সম্মানিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টু, ইউপি সদস্য আলী আকবর, ‘মুক্তি কক্সবাজার’ এর মহেশখালীর শাখা এরিয়া ম্যানেজার স্বপন চন্দ্র দাশ ও পেয়ার মোঃ পেয়ারু প্রমুখ।

প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর প্রোগ্রাম অফিসার শফিউল আলম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে উক্ত আলোচনা সভা ও র‌্যালীর সমন্বয় করেন। 

এদিকে ‘মুক্তি কক্সবাজার’ উদ্যোগে আয়োজিত এ সব অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবীণ ব্যক্তিত্ব ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন প্রবীণরই সুন্দর এ সমাজের মূল প্রাণ। তাই প্রবীণদেরকে যথাযত মূল্যয়নের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। প্রবীণদের বাদ দিয়ে সুস্থ ও সুন্দর সমাজ কল্পনা করা যায় না। অনেই ‘মুক্তি কক্সবাজার’ এর এ বর্ণঢ্য আয়োজনকে স্বাগত জানিয়েছেন।