ছোট মহেশখালীতে গরু লুট করলো অস্ত্রধারীরা
ছোট মহেশখালী ইউনিয়নের নিতিয়ারছড়া নামক স্থানে অস্ত্রের মুখে নিজ খামার থেকে গরু লুট করে নেওয়ার অভিযোগ এনেছে হাবিব উল্লাহ নামক এক খামার ব্যবসায়ী।
অভিযোগকারী হাবিব উল্লাহ বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা এবং গতকাল রাতেই এই ঘটনা ঘটেছে বলে মহেশখালীর সব খবরকে জানিয়েছেন তিনি।
মি.হাবিব জানিয়েছে, অস্ত্রধারীরা নদীপথেই খামারে পৌছাই এবং সেখানকার কর্মরত কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে খামারের ১৩টি গরু নিয়ে পালিয়ে যায়। এসময় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরাও অস্ত্রধারীদের মারধরের স্বীকার হন- জানান তিনি।
এদিকে এই ঘটনায় ক্ষোভ জানিয়ে লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীরা।
No comments