বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা কাজলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় সন্দিগ্ধ হিসেবে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বাকলিয়া থানা পুলিশের একটি দল কল্পলোক আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মনোয়ারা কাজল বাড়ির ছাদে উঠে পাশের একটি বাড়ির ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি একটি ফ্ল্যাটে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্র জানায়, মনোয়ারা কাজল মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সম্পাদক এবং শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
সূত্র আরও জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি বাড়িতে ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, মনোয়ারা কাজলের গ্রেফতারের বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নন।
