Advertisement


মাতারবাড়িতে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাগর তীরে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

এএম হোবাইব সজীব, মাতারবাড়ি থেকে।।  
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী উপকূলের প্রায় আধা কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ নির্মানসহ বিভিন্ন দাবিতে বিশাল মানববন্ধন  করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি।
আজ ৮ জুলাই  (বুধবার) সকাল ১১ টার সময়   উপজেলার মাতারবাড়ী সাইরার ডেইল জালিয়া পাড়া গ্রামে  সাগরের পাশে মাতারবাড়ী সাইরার ডেইল জালিয়া পাড়াবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে মাতারবাড়ী সাইরার ডেইল মৎস্য ব্যবসায়ীর সাধারন সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় জেলা যুবলীগ নেতা মোঃ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানিয় ক্ষতিগ্রস্ত ইসমাইল,আব্দু গফুর,মোঃ ইয়াসিন মাঝি, ইলিয়াস বহাদ্দার,নুর মোহাম্মদ, সোহেল, রশিদ, মৌলনা আরেফ আলী, মোক্তার আহমদ,আশেক উল্লাহ,বশর,আব্দুল্লাহ মাঝি, হাছিম মাঝি প্রমূখ। এছাড়া ও শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িঁবাধ। তাঁরা বলেন, সাইরার ডেইলের দক্ষিণে পশ্চিমে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাথরের বেড়িঁবাধের পানির ধাক্কা ঘুরে ফিরে এসে সাইরার ডেইল জালিয়া পাড়া এসে লাগায় লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়া সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় বেড়িঁবাধ নির্মাণ না করায় প্রতিনিয়ত  জোয়ারের পানি উঠানামা করছে ফলে জোয়ারের পানিতে ঘরবাড়ি রাস্তাঘাট প্লাবিত হয়ে তলিয়ে যায়।

এজন্য  আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত,  তাই সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করছি যাতে অনতিবিলম্বে অরক্ষিত এলাকায় দ্রুত বেড়িবাঁধ নির্মান করে আমাদের রক্ষা করা হোক।

সরজমিনে গিয়ে দেখা যায় সাইরার ডেইল ৩ কিলোমিটার চরাঞ্চলের আড়াই কিলোমিটারে জিওব্যাগ দিয়ে অস্থায়ী বেড়িবাঁধ দেওয়া হলেও সাইরার ডেইলের জালিয়া পাড়ার  আঁধা কিলোমিটারে বেড়িবাঁধ না দেওয়ায় জোয়ারের পানি ঢুকে পুরো এলাকা প্লাবিত হচ্ছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সম্প্রতি  বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে। ঝড়ে ব্যাপক জীবনহানীর ঘটনা এড়ানো গেলেও সহায়-সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উপজেলার মাতারবাড়ী  এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে ভাঙন এলাকার হাজার হাজার মানুষের সহায় সম্পদ এখনো পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের দিন অতিবাহিত করছে। এদিকে মানববন্ধনে বক্তারা দাবি তুলে বলেন অন্তত বর্ষা মৌসুম ঠেকাতে জিও ব্যাগ দিয়ে হলে বেঁড়িবাধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ঠদের সহযোগিতা কামনা করেন বক্তারা।