Advertisement


মহেশখালীর ৫ স্থানে বসবে এবার কোরবানির পশুর হাট


নিউজ ডেস্ক

এবার মহেশখালীতে কোরবানির ইদে পশুর হাট বসবে মোট ৫টি জায়গায়। হাটগুলো হল-


১। মাতারবাড়ি পুরান বাজার মাঠ।
২। কালারমারছড়া বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।
৩। ঝাপুয়া বাজার সংলগ্ন মসজিদের মাঠ।
৪। হোয়ানক টাইম বাজার পার্শ্বস্থ কোস্টাল কমিউনিটি সেন্টারের মাঠ।
৫। বড় মহেশখালী নতুন বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।