Advertisement


পুষ্টি পরিস্থিতিঃ মহেশখালীতে এসএআরপিভি’র অবহিতকরণ সভা ::

প্রেস বিজ্ঞপ্তিঃ
মহেশখালীতে মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন ও কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে এসএআরপিভি’র উদ্যোগে নিয়মিত ‘ত্রৈ-মাসিক অবহিতকরণ সভা ২৭ জুলাই (সোমবার) সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জানাগেছে -এ্যকশান এগন্যাস্ট হাংগার(এসিএফ) ও ডব্লিউএফপি’র অর্থায়ন ও কারিগরি সহযোগীতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে সোস্যাল এসিস্টেন্স এন্ড রিহাবলিটেশন ফর দি ফিজিক্যালী ভালনারেবল (এসএআরপিভি)