Advertisement


নানা কর্মসূচিতে মহেশখালীতে জাতীয় শোক দিবস পালিত

ইমতিয়াজ রুদ্র

মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: জামিরুল ইসলাম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস প্রমুখ। এছাড়া ভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। 

তাছাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচী আয়োজন করা হয়