Advertisement


মহেশখালীতে ‘ফুড ব্যাংক’ সেবা চালু করলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

মো: এনামুল হক ::

মহেশখালীতে প্রথম বারের মতো ফুড ব্যাংক সেবা চালু করলো স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। এ সেবার আওতায় সংকটকালীন এ সময়ে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করেছে সংগঠনটির মহেশখালী শাখা। 

গতকাল বৃহস্পতিবার উপজেলার শাপলাপুর ইউনিয়নের হযরত ওসমান জ্বীন নুরাইন(রঃ) মাদরাসায় এতিমদের খাবার বিতরণের মাধ্যমে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালী শাখা'র ফুড ব্যাংক সেবার উদ্বোধন করা হয়। এসময় তারা মাদ্রাসাটির ৬০ জন এতিম ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।

মহেশখালীতে এই ধরনের উদ্যোগ তারাই প্রথম নিয়েছে।-এ কথা জানিয়ে সংগঠনের সদস্যরা আরও জানিয়েছে "অসহায়দের মুখে হাসি ফোঁটানোর জন্যই এমন প্রচেষ্টা"।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালী শাখা'র আহ্বায়ক আরিফ বিন সালেহ, যুগ্ম-আহব্বয়ক আশেক ইলাহী, সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান,শাহেদ,রাইহা­ন,ওসামা সহ প্রমুখ।