Advertisement


সরানো হলো মহেশখালী জেটিঘাট


আ.ন.ম হাসান।।

দিনের কিছু সময়ের জন্য আগের জায়গা থেকে সাময়িকভাবে সরানো হয়েছে মহেশখালী জেটিঘাট। জানা গেছে জেটিঘাটের সংস্কার কাজের জন্য গতকাল থেকেই ঘাটটি সরিয়ে ডিজিটাল আইল্যান্ড আইটি সেন্টার সংলগ্ন স্থানে নিয়ে আসা হয়েছে। তবে ভাটাঁর সময় ঘাটটি পূর্বের জায়গাতেই থাকছে।

এদিকে জোয়ারের সময় নতুন ঘাট অবদি যাত্রী আনা-নেওয়ার জন্য বোট চালকদের বাড়তি পথ অতিক্রম করতে হলেও বোট চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোন ভাড়া নিচ্ছেন না।

মহেশখালী পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে জেটিঘাটের এই সংস্কার কাজটি শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী সংস্কার কাজটি ৪৫ দিনের মধ্যেই কাজটি শেষ হওয়ার কথা রয়েছে।

///এ.ডি//