Advertisement


ইপসা কার্যালয় পরিদর্শনে মহেশখালীর সব খবর টিম


অসীম দাশ।।

বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’র মহেশখালী উপজেলা কার্যালয় পরিদর্শন করেছে মহেশখালীর প্রধান ও সর্বাধিক পঠিত সংবাদ মাধ্যম মহেশখালীর সব খবর ডট কম পরিবার।

বুধবার বিকেলে মহেশখালীর সব খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক এম বশির উল্লাহ’র নেতৃত্বে তারা ইপসা কার্যালয় পরিদর্শনে আসেন। এসময় টিমে মহেশখালীর সব খবরের সহ সম্পাদক অসীম দাশ, অনলাইন ইনচার্জ কাব্য সৌরভ সাথে ছিলেন।

ইপসা’র মহেশখালী প্রজেক্ট কো-অর্ডিনেটর আজিজ সিকদার এসময় মহেশখালীর সব খবর টিমকে স্বাগত জানিয়ে কার্যালয়টির বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান। পরে তিনি সাংবাদিকদের দলটির কাছে ইপসার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। 

মি. আজিজ বলেন, ইপসা শুরু থেকেই মহেশখালীতে সমাজের দরিদ্র, প্রান্তিক ও ঝঁকিপূর্ণ জনগোষ্ঠীর পক্ষ হয়ে কাজ করছে। বর্তমানে ইপসার ৫টি প্রকল্প চলমান রয়েছে। সেগুলো হলো- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় জীবিকা উন্নয়ন বাস্তবায়ন প্রকল্প, চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্তারর মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প,কক্সবাজার জেলার ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্প, আইনী সহায়তা প্রকল্প, শিশুশ্রমিকের অবস্থার উন্নয়ন প্রকল্প।