Advertisement


কালের কণ্ঠ-শুভসংঘ’র ভালো কাজে পাশে থাকবেন চেয়ারম্যান মোস্তফানিজস্ব প্রতিবেদক।।

হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ’র রিডার্স সংগঠন শুভসংঘ মহেশখালী উপজেলা শাখার বন্ধুরা। গতকাল রবিবার চেয়ারম্যান মোস্তফা কামালের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

চেয়ারম্যান মোস্তফা বলেন, কালের কণ্ঠ যেভাবে বস্তুনিষ্ঠ খবর মানুষের সামনে তুলে ধরছে, তেমনি শুভসংঘ সবসময় ভালো কাজে সবার পাশে থাকবে- আমি এই প্রত্যাশা রাখি। কালের কণ্ঠ-শুভসংঘ’র যেকোন ভালো কাজে আমি সবসময় পাশে থাকবো।”

এসময় উপস্থিত ছিলেন মহেশখালীর সব খবরের প্রতিবেদক ও বাকখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ, কালের কণ্ঠ-শুভসংঘ’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহেশখালীর সব খবরের সহ-সম্পাদক অসীম দাশ গুপ্ত, শুভসংঘ মহেশখালী শাখার আহবায়ক আরিফ বিন ছালেহ, যুগ্ন আহবায়ক শাহ জাহান আরিফ, শাহরিয়ার কবির, সদস্য সচিব নাজমুস সাকিব, সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ, কলিম উল্লাহ, আরিফুল ইসলাম টিপু, মো: ইব্রাহিম প্রমুখ।