Advertisement


গোরকঘাটায় ফুটবল খেলাঃ বড় মহেশখালীর কাছে কালারমার ছড়ার হার


নিজস্ব প্রতিনিধি।।
স্টেডিয়ামে পৌর মেয়র মকসুদ মিয়ার সার্বিক তত্বাবধানে কক্সবাজার -২ (মহেশখালী -কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ ম্যাচে বড় মহেশখালী ইউনিয়ন ২-১ গোলে কালারমার ছড়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয় করে। 

কালারমার ছড়া ইউনিয়ন বনাম বড়মহেশখালী ইউনিয়নের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ম্যাচটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সিরাজুল মোস্তফা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্মবিষয়ক সাধারণ সম্পাদক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত, মজিবর রহমান, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি, কানিজ ফাতেমা আহমেদ, এমপি,জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, এম আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, শরীফ বাদশা, উপজেলা চেয়ারম্যান মহেশখালী, আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, ডাঃ নুরুল আামিন, উপদেষ্টা  উপজেলা আওয়ামীলীগ, জনাব মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব সুইচিং মং মারমা,সহকারী কমিশনার (ভূমি), জনাব জাহিদুল ইসলাম, এএসপি মহেশখালী সার্কেল, মোঃ আব্দুল হাই,ওসি মহেশখালী, আশিক, ওসি তদন্ত, এছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যান, সকল ইউনিয়নের আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন,সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পুলিশ ও সাংবাদিকবৃন্দ।

খেলায় ২ দলেই নাইজেরীয়া ও ঘানার ১২ জন খেলোয়াড় ছিলেন।

আজকের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৯ এর ফাইনাল খেলায় বড় মহেশখালী ইউনিয়ন ২-১ গোলে কালারমার ছড়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয় করে।