Advertisement


হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড, -স্টারলিংয়ের ২ সেঞ্চুরির পরও


আফগানিস্তানের বিপক্ষে একাই লড়াই করেছেন আয়ারল্যান্ডের তারকা ওপেনার পল স্টারলিং। তিন ম্যাচ সিরিজের দুই খেলায় সেঞ্চুরি করেছেন তিনি। তার জোড়া সেঞ্চুরির সিরিজেও হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড।


তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় আফগানিস্তান।


সিরিজের প্রথম ম্যাচে আবুধাবিতে রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের করা ২৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে লড়াই করেও ১৬ রানে হারে আইরিশরা।


সিরিজের দ্বিতীয় ম্যাচে পল স্টারলিংয়ের ঝড়ো সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৫৯ রান করে আয়ারল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে রহমত শাহের সেঞ্চুরিতে ২৮ বল আগেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে আফগানিস্তান।


মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে আবুধাবিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৬ রান করে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে নেমে পল স্টারলিংয়ের সেঞ্চুরির পরও ৩৬ রানে হারে আইরিশরা।


সিরিজে তিন ম্যাচে দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ২৮৫ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টারলিং। দ্বিতীয় সর্বোচ্চ ১৮০ রান করেছেন আফগানিস্তানের রহমত শাহ।