মাতারবাড়ি।। মহেশখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত জমি মালিকসহ সকল ক্ষতিগ্রস্তদের বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক জনপ্রতি ক্ষতিপূরণ বাবাদ দিয়ে আসা চেক বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সময়ে এ চেক দেওয়া শুরু করার দাবিতে মানববন্ধন করছে স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্তরা। বর্তমানে মাতারবাড়ির একটি বাজার এলাকায় এ মানববন্ধন চলছে। মানববন্ধন থেকে বিভিন্ন দাবির কথা জানাচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।
জানাগেছে -বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী ও ডরপ কতৃক ক্ষতিগ্রস্তদের প্রতি চেকের বিপরীতে-জনপ্রতি ২ ,২০.০০০/-(দুই লক্ষ বিষ হাজার) টাকা করে দিয়ে আসছিল। সম্প্রতি উন্নয়ন সংস্থাগুলো এ চেক দেওয়া বন্ধ করে দেন। এ পটভূমিতে পুনরায় চালু করার দাবিতে মাতারবাড়িতে এ বিক্ষোভ চলছে।