Advertisement


মহেশখালী থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত


আ ন ম হাসান:

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে,মহেশখালী থানা পুলিশের আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন ও  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

 ০৭ মার্চ (রবিবার) মহেশখালী থানা প্রাঙ্গনে বেলা তিনটায় কেক কেটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা সভা মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আশিক ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার জেলার ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রকিবুর রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, জাতীয় শ্রমিক লীগ মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার আলম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহীম।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে  শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে জাতিসংঘ আন্তর্জাতিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয় ৷

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রকিবুর রেজা বলেন-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুধু আমাদের নেতা নন তিনি আন্তর্জাতিক একজন মহান নেতা। 

৭ই মার্চের ভাষণে জাতির জনক বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতা ঘোষণা করেন।