Advertisement


হিউম্যান হ্যান্ড অফ হ্যাল্পিং এর পক্ষ থেকে শিক্ষার্থীদের উপকরণ বিতরণ সম্পন্ন

 



আ ন ম হাসান:

"হাত বাড়ালে হাসবে দেশ" এই শ্লোগানকে সামনে রেখে 

শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান হ্যান্ড অফ হ্যাল্পিং বাংলাদেশ এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি-২০২১ সম্পন্ন করেছে ৷

৮ মার্চ (সোমবার) গোরকঘাটা হাইস্কুলের ৩০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয় ৷


 হিউম্যান হ্যান্ড অফ হ্যাল্পিং বাংলাদেশের প্রধান পরিচালক কাইছার হামিদ মনিরের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত কর্মসূচিতে  

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ৷


কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  গোরকঘাটা হাইস্কুলের প্রধান শিক্ষক আমির ফায়সাল ৷


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ.ন.ম. হাসান সদস্য সচিব,মহেশখালী উপজেলা প্রেসক্লাব, এম আলাউদ্দিন, ব্যাবস্থাপক,CEHRDF উপকূলীয় ফোরাম,সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন সিকদার , আবছার, পরিচালক হিউম্যান হ্যান্ড অফ হ্যাল্পিং বাংলাদেশ ৷


কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন--সাদমান শারার মাহিন, টীম পরিচালকও  কেন্দ্রীয় পরিচালক, হিউম্যান হ্যান্ড অফ হ্যাল্পিং বাংলাদেশ। মঞ্চ সঞ্চালনায়, আবুহেনা মো. আসিফ

আফনান,মুন্না, ইমন, প্রিয়া সদস্য,হিউম্যান হ্যান্ড অফ হ্যাল্পিং বাংলাদেশ, মহেশখালী শাখা ৷


উল্লেখ্য যে, মানব সেবার ব্রত নিয়ে  সংগঠন ২০২০ এর মাঝামাঝি সময়ে কাজ শুরু করে ৷ ইতোপূর্বে কক্সবাজার জেলার বিভিন্ন স্কুলে তারা শিক্ষা উপকরণ বিতরণ সহ নানান কর্মসূচি পালন করে ৷ পরবর্তীতে কক্সবাজার জেলার আরও ৩২ টি স্কুলে শিক্ষা উপকরণ বিতরন কর্মসূচি বাস্তবায়ন করবে বলে সংগঠনটির নেতৃবৃন্দরা জানান ৷ পাশাপাশি বড়দিয়া নামক স্থানে অতি শীঘ্রই স্কুল করার পরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি ৷৷