Advertisement


মাতারবাড়ির মেয়ে নতুন স্ত্রীকে ফেলে পালিয়ে কয়লাবিদ্যুতের এক কর্মচারী


নিজস্ব প্রতিনিধি।। মাতারবাড়িতে ৬ মাসের গর্ভবতি স্ত্রীকে রেখে প্রতরণা করে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের এক কর্মচারী পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। 

জানাগেছে প্রায় ৪ বছর আগে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের মালেশিয়ান কোম্পানির ড্রাইভার হিসাবে চাকুরিতে যোগ দেন নেত্রকোনা জেলার খলিয়াজুরী উপজেলার কল্যানপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের জনৈক আবু ছিদ্দিক মিয়ার পুত্র বাতেন মিয়া(৩১)। 

চাকুরি সূত্রে মাতারবাড়ি থাকার সুবাদে দুই বছর আগে মাতারবাড়ি সাইডপাড়ার দিনমজুর হায়দার আলীর কন্যা নাঈমা বেগমকে বিয়ে করে বাতেন। 

কিন্তু স্ত্রী বর্তমানে গর্ভবতী হলে স্ত্রীকে মাতারবাড়ি রেখে তিনি উধাও হয়ে যান।

বর্তমানে অর্থ সংকটে দরিদ্র পিতার এ মেয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছে বলে জানাগেছে। গত দুই মাস আগে স্বামী লাপাত্তা হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত স্বামীর পথ চেয়ে বসে আছেন এ নারী। 

এ বিষয়ে থানায় বা সংশ্লিষ্ট আদালতে মামলা কিংবা কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানা যায়নি। 

MR-08/20032021 // রকিয়ত //