Advertisement


মহেশখালীতে দরিদ্রদের মাঝে উপকূল ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদক।।

উপকূল ফাউন্ডেশন মহেশখালী শাখা বুধবার উপজেলার দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছে। এদিন বিকেলে উপজেলার হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে এসব ইদ উপহার বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই ঈদ উপহার পেয়ে এলাকার দরিদ্র জনগণ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

উপকূল ফাউন্ডেশন মহেশখালী শাখার সদস্য শাহ জাহান আরিফ বলেন, "নিজেদের সদস্যদের অর্থায়নে এলাকার দরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান করেছি। আমাদের এ ঈদ উপহার সীমিত পরিসরে হলেও মানুষের মুখে অন্তত ঈদের দিন হাসি ফোটানোর চেষ্টা করেছি।"


ইদ উপহার বিতরণ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের জেলা কো অর্ডিনেটর হাসনাত ফাহিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক অসীম দাশ এবং পুসাহ'র সংগঠক আবু সুফিয়ান। এসময় আরও উপস্থিত ছিলো ফাউন্ডেশনের উপজেলা শাখার সদস্য মোহাম্মদ কাইমুল ইসলাম ছোটন, ইসরাত মো. শাহজাহান, মফিজুর রহমান, কাইছারুল ইসলাম, কলিম উল্লাহ, নুর মোহাম্মদ শেখ, ইব্রাহিম প্রমুখ।