মঙ্গলবার (১১ মে) সকালে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে একটি যাত্রীবাহি পিকআপে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, আটক জাহাঙ্গীর মহেশখালী থেকে চট্টগ্রামের দিকে দুটি দেশীয় তৈরি অস্ত্র নিয়ে যাচ্ছিলেন এমন গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স একটি যাত্রীবাহি পিকআপে অভিযান চালিয়ে তাকে দুটি অস্ত্রসহ (শুটারগান) আটক করা হয়। এবং মঙ্গলবার সকালে অস্ত্র আইনের মামলায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।