প্রেস বিজ্ঞপ্তি।। মহেশখালীর কালারমার ছড়ার ইউনুসখালীতে মনিরুজ্জামান পাবলিক লাইব্রেরি উদ্বোধন হয়েছে।
আজ বিকাল ৫টায় ইউনুসখালীর টিপু মার্কেটের ২য় তলাদয় লাইব্রেরিটি উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান।
কালারমার ছড়ার চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের সভাপতিত্বে ও মনিরুজ্জামান লাইব্রেরির উদ্যোক্তা এরফান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই, মহেশখালীর কৃতি সন্তান কবি ও কথা সাহিত্যিক জাহেদ সরওয়ার,হিসাবরক্ষণ কর্মকর্তা কামাল লৌহনী সহ এলাকার গণমান্য ও শিক্ষার্থীবৃন্দরা। প্রধান অতিথির বক্তব্য কালে উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান বলেন, পাবলিক লাইব্রেরি রান করা যতটা কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে টিকিয়ে রাখা।তাই লাইব্রেরি বাঁচাতে হলে লাইব্রেরিতে আসতে হবে,বই পড়তে হবে। ইউনিয়ন পর্যায়ে এরকম লাইব্রেরি করার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ও লাইব্রেরির সফলতা কামনা করেন।