Advertisement


নৌসেনারা মাঠে, মহেশখালীতে কঠোর লকডাউন। আজ থেকে বিজিবি নামবে


এম. বশির উল্লাহ।।
  মহেশখালীতে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছেন নৌবাহিনী। আজ থেকে থেকে মাঠে নামবে বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমদিনে ৭ মামলায় ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানাগেছে, করোনার নতুন এই ঢেউ সামলাতে নতুন ভাবে দেয়া লকডাউনের প্রথম দিনে মহেশখালী ঘাট ও মহেশখালী-বদরখালী সেতু কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হয়৷ এ সময় জরুরি রোগি ছাড়া কাউকেও নদী ও সড়ক পথ ব্যবহার করে মহেশখালীতে গমনাগমন করতে দেওয়া হয়নি।

সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্ব মাঠে নামেন প্রশাসনের যৌথ দল। এ সময় নৌসেনারা ছাড়াও দায়িত্ব পালন করেন পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত মোট ৭টি মামলায় ৭ জনকে জরিমানা করেছে। উপজেলা সদর এলাকায় টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে -দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে এবার দেশে কঠোর ভাবে লকডাউন দেয়া হয়েছে। লোকজনকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না আসতে এবং সব ধরণের জনসমাগম এডিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।