Advertisement


মহেশখালীতে স্কুল ছাত্র অপহরণ, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে এক স্কুল ছাত্র অপহরণের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া থেকে মুমূর্ষু  অবস্থায় তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় আটক রয়েছে একজন। আহত ছাত্রের পরিবার বলছে -এ নিয়ে তারা মামলার উদ্যোগ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায় -২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বড় মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বসে আড্ডা দিচ্ছিল ছোটন নামের এ স্কুল ছাত্রটি। এ সময় একদল দূবৃর্ত্ত এসে মারধর করতে করতে ছোটন(১৫) নামের এ স্কুল ছাত্রকে গাড়িতে তুলে দেবেঙ্গাপাড়ার দিকে নিয়ে যায়। ছোটন বড় মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ও  বড় মহেশখালী ফকিরাঘোনার জনৈক আবুল ফজলের পুত্র। পরে স্থানীয়রা থানা পুলিশকে জানালে পুলিশ দেবাঙ্গাপাড়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়,  বড় মহেশখালীতে এক স্কুল ছাত্র অপহরণের খবর পেয়ে অভিযান চালিয়ে বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া সংলগ্ন হিন্দুপাড়ার পাশে শিমুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এসময় শিমুলকে আটক করে পুলিশ।  

আহত স্কুল ছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, দেবাঙ্গাপাড়ার জনৈক ফোরকানের সাথে জমি বিরোধের জের ধরে ৭-৮ জনের একদল সন্ত্রাসী এসে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালায়ের খেলার মাঠ থেকে মারতে মারতে ছোটনকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করানো হয়। এঘটনায় মামলার প্রক্রিয়াধীন আছে বলে জানান আহতের ভাই শাহাব উদ্দিন।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালীর সব খবরকে জানান -অপহরণের খবর পেয়ে পুলিশ শিমুলের বাড়ি থেকে এ স্কুল ছাত্রকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে, এঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য একজনকে আটক করা হয় বলে জানান তিনি।

-রকিয়ত উল্লাহ//