Advertisement


কুতুবজোমে আগুনে ২টি বাড়ি পুড়ে গেছে


সংবাদদাতা
, কুতুবজোম থেকে ।। মহেশখালীর কুতুবজোমে গতকাল (৩০ আগস্ট) রাতে আগুনে পুড়েগেছে দুইটি বাড়ি। রাত ১০টার দিকে ইউনিয়নটিে তাজিয়াকাটা এলাকায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যাচ্ছে৷

জানা গেছে -স্থানীয় মৃত নাজির আলীর পুত্র মোহাম্মদ আনছার ও শাহাবুদ্দিন এর বাড়ির কোনো অংশে বিদ্যুতের সর্টসর্কিট এর ফলে আগুন ধরে যায়। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়েলে অল্প সময়ের মধ্যেই দুইটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির বিভিন্ন সামগ্রি, মুল্যবান কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন আসবাপত্র পুড়ে যায়৷

এ সময় স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহেশখালী স্টেশন সূত্র জানায় -বৈদ্যুতিক সর্টসার্কিট বা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সার্বিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লাখা টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন -আগুন ধরে যাওয়ার সময় বড়িগুলোতে পুরুষ সদস্যরা ছিল না, আগুনে নারী সদস্যরা বিহ্বল হয়ে পড়ে যার ফলে ক্ষয়ক্ষতি বেশী হয়েছে।