Advertisement


মহেশখালীতে নিরাপদ মাতৃত্বে জরুরী এম্বুলেন্স সেবা উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীতে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে জরুরী এম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়েছে।

৭ অক্টোবর বেলা ১২টায় উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়ার হোপ বার্থ সেন্টারে একটি বেসরকারি সংস্থার অর্থায়নে এম্বুলেন্স সেবা উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দুর্গম এলাকায় প্রসূতী মা ও শিশুর সুরক্ষার জন্য যে এম্বুলেন্স সেবা চালু করা হয়েছে তা অত্যান্ত আনন্দের। তার জন্য হোপ ফাউন্ডেশন প্রতি কৃতজ্ঞ।

সভাপতির বক্তব্য হোপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডাঃ ইফতেখার মাহমুদ বলেন, আমরা নিরাপদ মাতৃত্বের সেবার কথা চিন্তা করে দুর্গম এলাকায় এম্বুলেন্স সেবা চালু করি। আশা করি অসহায় গরীর মানুষেরা সহজেই নিরাপদ মাতৃত্বের যোগাযোগ সেবা গ্রহণ করতে পারবেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুর হক, মহেশখালী পৌরসভা মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান বিএ, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম রায়ানসহ হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা ।