Advertisement


Breaking news: মালয়েশিয়ার পথে যাত্রাভঙ্গ, সোনাদিয়ায় রোহিঙ্গার ছড়াছড়ি

News roomসোনাদিয়া ও ঘটিভাঙ্গা থেকে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে- মালেয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যই শতাধিক রোহিঙ্গাকে সোনাদিয়ার পশ্চিম পাড়ায় গত রাতে বোট থেকে নামিয়ে দিয়েছে দালালচক্র। পরে অধিকাংশ রোহিঙ্গাকে উদ্ধার করে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় ঘটিভাঙ্গাকে ফরেস্ট অফিসের সামনে আনা হয়েছে। এরই ফাঁকে কিছু রোহিঙ্গা প্যারাবনের আড়ালে বন জঙ্গলে ছাড়িয়ে ছিটিয়ে পড়েছে। অপরিচিত কাউকে দেখতে পেলে প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফে।

পুলিশ ও বন বিভাগের আলাদা ইউনিট ওই এলাকায় কাজ করছে বলে জানা যাচ্ছে।