Advertisement


মহেশখালীতে দুই ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর নাম ঘোষণা, কালারমার ছড়ায় তারেক, বড় মহেশখালীতে মোস্তফা


রকিয়ত উল্লাহ।।
সকল জল্পনা-কল্পনা শেষে ১৩মে শুক্রবার রাত ১০টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের  ঢাকার ধানমন্ডির দলীয় কেন্দ্রীয়  কার্যালয় থেকে কক্সবাজারের মহেশখালীর দুই ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।  কালারমার ছড়ায় নৌকার মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও বড় মহেশখালীতে মোস্তফা আনোয়ার চৌধুরী।  বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক৷

এদিকে নৌকার মনোনয়ন প্রার্থীর ঘোষণার পর কালারমার ছড়ায় তারেক বিন ওসমান শরীফের নেতাকর্মীদের আকাশে আতশবাজি ফুটিয়ে উল্লাস করতে দেখা যায় অন্যদিকে বড় মহেশখালীতে নেতাকর্মীরা মোস্তফা আনোয়ার চৌধুরী নৌকা মনোনয়ন পাওয়ার পর তার সমর্থকেরা উল্লাস করতে দেখা যায়।  
প্রসংঙ্গত, কালারমার ছড়া ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন  গতবারের নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম চৌধুরী, বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার আজম
ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আখতারুজ্জামান বাবু মেম্বার,আওয়ামী লীগ নেতা বদিউল আলম।  অন্যদিকে বড় মহেশখালীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফোরকান বিএ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাঁশি, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল নিশানসহ প্রমুখ।

এদিকে সকল জল্পনা-কল্পনা শেষেই কালারমার ছড়া ও বড় মহেশখালীতে তারেক ও মোস্তফাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়।
নৌকার মনোনয়ন পাওয়ার পর কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ এক প্রতিক্রিয়ায় কালারমার ছড়া ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান ও এমপি আশেক উল্লাহ রফিকের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যদিকে মোস্তফা আনোয়ার চৌধুরী ও দলীয় নেতাকর্মীসহ  উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।