Advertisement


বড় মহেশখালীতে নৌকার সমর্থনে বিশাল শেষ পথসভা


ফুয়াদ মোহাম্মদ সবুজ।।
চলমান নবম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহেশখালীর বড় মহেশখালী ইউপিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচিত প্রার্থী মোস্তফা আনোয়ারের বিশাল শেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নতুন বাজার মাঠ প্রাঙ্গণে এ বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বড় মহেশখালীর সন্তান এড. সিরাজুল মোস্তাফা।

নির্বাচন কমিশনের ধরাবাঁধা শেষদিনের প্রচারণায় দুপুরে পর থেকে পুরো ইউনিয়নজুড়ে সব শ্রেণী পেশার মানুষের সাথে ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ উল্লাসে দলে দলে মিছিলের মাধ্যমে নতুন বাজার মাঠে পথসভায় অংশ নেন। এছাড়াও সাধারণ ভোটারদের ঢল নামতে দেখা গিয়েছে।


অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক। সরকার দেশ ও মানুষের প্রতি যথেষ্ট আন্তরিক। সরকার দলীয় প্রার্থীকে বিজয় করলে দ্বিগুণ উন্নয়ন হবে এলাকায়। গণমানুষের চিন্তা করে হলেও নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ারকে ভোট দেওয়ার কথা বলেছেন নেতারা।

শেষ দিনের পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আনোয়ারের পিতা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন প্রমুখ।

উল্লেখ্য- সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ১৫ জুন মহেশখালী উপজেলার কালারমার ছড়া ও বড় মহেশখালী দুই ইউনিয়ন পরিষদে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনিক টহল জোরদার বাড়ানো হয়েছে।