সবখবর রিপোর্ট।। মহেশখালীতে প্রাক্তন ছাত্র পরিষদের এক সমাবেশ সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলার কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসাটির প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ সমাবেশ সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
ভোর থেকে মাদ্রাসা অঙ্গণটি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সকাল ১০টার দিকে শুরু হয় সমাবেশ।
মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম এর সঞ্চাললায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইন-চার্জ প্রনব কুমার চৌধুরী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামালসহ অন্যরা।
সমাবেশ থেকে প্রতিষ্ঠানটির প্রয়াত শিক্ষক, প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সদস্যদের স্মরণে দোয়া মাহফিল এবং অবসরপ্রাপ্ত এবং বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।