Advertisement


মহেশখালীতে প্রাক্তন ছাত্র পরিষদের সমাবেশ সম্পন্ন


সবখবর রিপোর্ট।। মহেশখালীতে প্রাক্তন ছাত্র পরিষদের এক সমাবেশ সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলার কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসাটির প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ সমাবেশ সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

ভোর থেকে মাদ্রাসা অঙ্গণটি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সকাল ১০টার দিকে শুরু হয় সমাবেশ।

মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম এর সঞ্চাললায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইন-চার্জ প্রনব কুমার চৌধুরী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামালসহ অন্যরা।

সমাবেশ থেকে প্রতিষ্ঠানটির প্রয়াত শিক্ষক, প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সদস্যদের স্মরণে দোয়া মাহফিল এবং অবসরপ্রাপ্ত এবং বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।