Advertisement


মহেশখালীতে বিএনপির প্রস্তুতি সভায় সাবেক এমপি আলমগীর ফরিদ

গণ আন্দোলনের মুখে সরকার পালানোর পথ পাবে না


প্রেস বিজ্ঞপ্তি।। জ্বালানী তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলম, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে ২২ আগস্ট থেকে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে মহেশখালী উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মহেশখালী বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে এবং শাপলাপুর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের  সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের দল হিসেবে বিএনপি নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের ব্যাপক সাড়া ও সম্পৃক্ততা দেখে সরকার মামলা-হামলা করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু জনগণের দাবি নিয়ে করা আন্দোলন দমন করা যাবে না। তিনি বলেন, আগামী ২২ তারিখ থেকে বিএনপি যে কর্মসূচী ঘোষণা করেছে, তা বাস্তবায়ন করতে দ্বীপ উপজেলা মহেশখালীর ৮ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও পাড়া-মহল্লায় নবীন-প্রবীণের সমন্বয়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলে তীব্র আন্দোলনের  মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এজন্য তিনি সবাইকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। সাবেক এমপি আলমগীর ফরিদ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি করে জনগণকে সাথে নিয়ে রাজপথে শক্ত অবস্হান করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রতন, নুরল ইসলাম কমিশনার, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, কুতুবজোমের সাবেক চেয়ারম্যান শফিউল আলম, ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম মেম্বার, কুতুবজোমের আব্দুর রহিম বি.কম, কারারমারছড়া বিএনপির সভাপতি ইকবাল বাহার চৌধুরী, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা চৈদর, যুগ্ম-আহ্বায়ক মিসবাহ উদ্দিন মজিদি, মাষ্টার গোলাম কাদের, বড় মহেশখালী বিএনপির সাধারণ সম্পাদক দলিলুর রহমান মেম্বার, হোয়ানক বিএনপির সাংগঠনিক সম্পাদক রমিজ আলম, বড় মহেশখালী বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনচার উল্লাহ বিএ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল। উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল গাফ্ফার মেম্বার, বশির আহমদ, শাপলাপুর বিএনপি নেতা গোলাম কাদের মেম্বার, জালাল মেম্বার, আব্দুস সালাম, বড় মহেশখালী বিএনপি নেতা শাকের আলম ফরহাদ, সাজেদুল হক বিএ, ছোট মহেশখালী বিএনপি নেতা রাহমত আলম মেম্বার, উপজেলা যুবদল নেতা আব্দুল মতিন, নুরুন্নবী, মোক্তার আহমদ, আবুল কাশেম, জিয়াউর রহমান ডালিম, ইয়াছির আরাফাত, মুহাম্মদ মাহফুজ, ফোরকান আহমদ, আসাদ উল্লাহ হেলালী, আমান উল্লাহ, জহিরুল ইসলাম, একরামুল হক, সাগর চৌধুরী, শাহীন আলম, আবুল কালাম আজাদ, আলী আকবর, মুহাম্মদ ইউসুফ, ইমতিয়াজ হাসান, আব্দুল হাকিম, ফরিদুল আলম, নুর মুহাম্মদ, মুহাম্মদ নাসির, জাহেদুল হুদা, বেলাল উদ্দিন খোকা, উসমান গণি, নুরুল আলম শাওন, আরাফাত জামিল মিজান, নুরুল আবছার, আব্দুল জব্বার, পৌর ছাত্রদল আহ্বায়ক জাহেদ হাসান জিসান, মহেশখালী কলেজ ছাত্রদল আহ্বায়ক একরামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শাকের উল্লাহ খোকন, উপজেলা ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক ইমন চৌধুরী, সাইফুল ইসলাম, তায়েব ইলাহি সিকদার, আব্দুল আজিজ নয়ন, সায়েম সিকদার, আসমাউল হাসান, উপজেলা ছাত্রদল নেতা মুরশেদ খান আজাদ, ছাত্রদল নেতা, সাইফুল ইসলাম রানা, কামাল হোসেন জিকু, সোহেল সিকদার, মুহাম্মদ রুবেল সহ বিএনপি যুবদল ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় মহেশখালী উপজেলা, পৌর নেতৃবৃন্দসহ ৮ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাঁতীঁদল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।